ঝিকরগাছায় পানিতে ডুবে দুই শিশুর করুন মৃত্যু


Shohel Rana প্রকাশের সময় : এপ্রিল ১৬, ২০২৫, ৮:৩৪ অপরাহ্ণ /
ঝিকরগাছায় পানিতে ডুবে দুই শিশুর করুন মৃত্যু

সোহেল রানাঃ যশোরের ঝিকরগাছা সদর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামে পানিতে ডুবে দুই শিশুর করুন মৃত্যুর হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার জয়কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- উপজেলার জয়কৃষ্ণপুর গ্রামের সাইফুল ইসলাম বাচ্চুর ছেলে সাফিন (৩) ও জহির উদ্দিন এর মেয়ে মেহেরীন (৩)।

জানা যায়, বুধবার সকালে শিশু সাফিন ও মেহেরীন খেলার ছলে পুকুরের পানিতে পড়ে যায়। পরিবার লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে এক পর্যায়ে তাদের চাচা নাহিদ হাসান পুকুর পাড়ে গিয়ে মরদেহ ভেসে উঠতে দেখে সবাইকে চিৎকার করে পুকুর থেকে শিশু দুটিকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এদিকে শিশু দুটির অকাল মৃত্যুতে নিহতের পরিবার ও গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।