

হাফিজুর রহমান হাফিজ, বাঁকড়া, ঝিকরগাছা:
যশোরের ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের দিঘড়ী গ্রামে সরকারি রাস্তার উপর অবৈধ ভাবে ইমারত নির্মান করায় উচ্ছেদ অভিযানে দখল মুক্ত করা হয়।
সোমবার (৩ নভেম্বর) সকাল ১০ টায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ার।
অবৈধ দখলদাররা হলেন একই গ্রামের হানিফ, পিতা বাক্কার,আলী আহম্মেদ, পিতা আব্দুল্লাহ, জক্কার, পিতা, কেরামত, হোসনে আলী , পিতা কাশেম গাজী, কিতাব আলী, পিতা মতিয়ার মোড়ল, মুজিবর, পিতা মতিয়ার মোড়ল প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন সার্ভেয়ার ফিরোজ আলম, হাজিরবাগ ইউনিয়ন ভুমি সহকারি কর্মকর্তা সিরাজুল ইসলাম, বাঁকড়া ইউনিয়ন ভুমি সহকারি কর্মকর্তা কামাল হোসেন।অভিযানে হাল রেকর্ড ভুক্ত সরকারি প্রায় ২৫০ মিটিার রাস্তা দখল মুক্ত করা হয়।
এ সময় সরকারি রাস্তা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা ৮টি বাড়ির অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এই সব স্থাপনা দীর্ঘদিন ধরে অবৈধ ভারে উল্লেখিত ব্যক্তিরা দখলে রাখে। বিনা বাধায় উচ্ছেদ অভিযান পরিচলানা করতে সক্ষম হন।
জানা গেছে, গ্রামবাসীর চলাচলের জন্য একটি সরকারি হাল রেকর্ড ভুক্ত রাস্তা রয়েছে কিন্তু ওই গ্রামের বিভিন্ন লোক সরকারি রাস্তার দখল করে বাড়ি নির্মাণ করেছিলেন।
অভিযান শেষে ঝিকরগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ার বলেন, সরকারি সম্পত্তির ওপর অবৈধ দখল দারিত্ব কোন ভাবেই বরদাস্ত করা হবে না। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
স্থানীয় জনগণ প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং নিয়মিত তদারকি বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                        
                        
                        
                        
                        
                        
                        
আপনার মতামত লিখুন :