ঝিকরগাছার মৌতা ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু


Shohel Rana প্রকাশের সময় : মে ৩, ২০২৫, ১০:১৩ অপরাহ্ণ /
ঝিকরগাছার মৌতা ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

সোহেল রানাঃ যশোরের ঝিকরগাছায় ইজিবাইকের ধাক্কায় আনিকা খাতুন (৪) নামে এক কন্যা শিশু নিহত হয়েছে।শনিবার সকালে কাশিপুর-ছুটিপুর সড়কের ঝিকরগাছার মৌতা নামকস্থানে এ দূর্ঘটনা ঘটে।নিহত আনিকা ওই গ্রামের রিপন হোসেনের মেয়ে।

স্থানীয়রা জানায়,শনিবার সকালে আনিকা বাড়ি থেকে সঙ্গীয় শিশুসহ পাকা রাস্তায় উঠছিল। এমন সময় কাশিপুর দিক থেকে ছেড়ে আসা একটি ইজিবাইক আনিকাকে স্বজোরে ধাক্কা দেয়। এতে আনিকা পাকা রাস্তায় ছিটকে পড়ে মাথায় আঘাত প্রাপ্ত হয়।

এসময় স্বজনরা তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হলে চিকিৎসক  প্রাথমিক চিকিৎসা দিয়ে আনিকা কে বাড়িতে পাঠিয়ে দেয়। বাড়িতে আনার পর আনিকার অবস্থা আশংকাজনক হওয়ায় যশোর জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যেরত চিকিৎসক আনিকা কে মৃত ঘোষণা করেন। আনিকার অকাল মৃত্যুতে নিততের পরিবার ও গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।