ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে কথা কাটাকাটি হয়নি চুক্তি শেষমেষ যৌথ সংবাদ সম্মেলন বাতিল


Sarsa Barta প্রকাশের সময় : মার্চ ১, ২০২৫, ৯:১৪ পূর্বাহ্ণ / ০ Views
ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে কথা কাটাকাটি হয়নি চুক্তি শেষমেষ যৌথ সংবাদ সম্মেলন বাতিল

যুক্তরাষ্ট্র সফরে গিয়ে এমন অপমানজনক পরিস্থিতিতে আগে কোন দেশের প্রেসিডেন্টের পড়ার নজির নেই।যুদ্ধ বন্ধে শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেস্কিকে বৈঠকে ডেকে বিশ্ব মিডিয়ার সামনে যে ভাষায় আক্রমণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা কূটনৈতিক ইতিহাসে বিরল। বৈঠকে তাদের মধ্যে দফায় দফায় উত্তপ্ত বাক্য বিনিময় হয়।

এক পর্যায়ে অনেকটা হুমকির সুরেই রাশিয়ার সঙ্গে চুক্তিতে না পৌঁছালে সব সহযোগিতা বাতিলের ঘোষণা দেন ট্রাম্প।বৈঠক চলাকালে বারবার জেলেস্কিকে থামিয়ে দিচ্ছিলেন ট্রাম্প।ইউক্রেন প্রেসিডেন্টকে যুক্তরাষ্ট্রের প্রতি ‘কৃতজ্ঞ’ থাকার আহ্বানও জানান তিনি।

সাংবাদিকদের সামনেই এই বৈঠকে জেলেনস্কিকে একের পর আক্রমণ করে বক্তব্য দেন ট্রাম্প। জেলেনস্কি ‘তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন’ বলে অভিযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট । তিনি বলেন, ‘আপনার দেশের মানুষ খুবই সাহসী; কিন্ত আপনাকে হয় (রাশিয়ার সঙ্গে) একটি চুক্তি করতে হবে নইলে আমরা আর আপনাদের সঙ্গে নেই। আর আমরা যদি না থাকি তাহলে আপনাকে একা লড়তে হবে।’

ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে মতপার্থক্য একসময় চিৎকার-চ্যাঁচামেচির পর্যায়ে চলে যায়। ‘জেলেনস্কি যুদ্ধে হেরে যাচ্ছেন’ দাবি করে ট্রাম্প বলেন, ‘মানুষ মারা পড়ছে। যুদ্ধের জন্য সেনার সংখ্যাও কমছে ক্রমশ। আপনার হাতে কার্ড (বিকল্প) নেই। একবার আমরা চুক্তি সই করলে আপনি ভালো অবস্থানে চলে যাবেন। কিন্ত আপনাকে আদৌ কৃতজ্ঞ মনে হচ্ছে না। সত্যি কথা বলতে কি এটা ভালো কোনো বিষয় নয়।

হোয়াইট হাউসে কোনো বিদেশি রাষ্ট্রনেতার সঙ্গে বৈঠকের পর তাঁকে নিয়ে মার্কিন প্রেসিডেন্টের একটি যৌথ সংবাদ সম্মেলন রীতি হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের সঙ্গে জেলেনস্কির উত্তপ্ত বাক্য বিনিময়ের পরও হোয়াইট হাউস জানায়, দুই রাষ্ট্রনেতা কিছুক্ষণের মধ্যেই একটি সংবাদ সম্মেলনে আসবেন। সেখানে ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে একটি চুক্তিতেও সই করবেন তাঁরা।কিন্ত এর কিছুক্ষণ পর হোয়াইট হাউস এই সংবাদ সম্মেলন বাতিল করার কথা জানায়। এরপর জেলেনস্কি ও তাঁর সঙ্গে থাকা ইউক্রেনের অন্য কর্মকর্তাদের হোয়াইট হাউস থেকে বেরিয়ে যেতে দেখা যায়।

জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প তাঁর মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া একে পোস্টে লিখেছেন, জেলেনস্কি ‘যুক্তরাষ্ট্র ও এ দেশের শ্রদ্ধার জায়গা ওভাল অফিসকে (হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয়) অসম্মান’ করেছেন। তিনি বলেন, ‘যেদিন তিনি (জেলেনস্কি) শান্তির জন্য প্রস্তুত হবেন, আবার (হোয়াইট হাউসে) ফিরে আসতে পারেন।’