গাজার বাসিন্দা ৪৫ বছর বয়সী মানসুর আবু আল-খায়ের যখনই আশেপাশে তাকান, তখনই ইসরাইলের হামলায় মৃত্যু, ধ্বংস এবং দুর্ভিক্ষ দেখতে পান। কিন্তু ইসরাইলি বিমান হামলা এবং ভারী বোমাবর্ষণের ফলে ফিলিস্তিনিদের জীবন বিধ্বস্ত হলেও, আল-খায়ের এবং অন্যান্যরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজার ২৩ লাখ মানুষকে বাস্তুচ্যুত করার ইসরাইলি-সমর্থিত পরিকল্পনাকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেন। ‘এটি আমাদের ভূমি। আমরা এটি কাকে রেখে যাব, কোথায় যাব?’, টেকনিশিয়ান আল-খায়ের প্রশ্ন করেন।
২৭ বছর বয়সী গাজার ফিলিস্তিনি যুবক সাইদ এই খবর শুনে উদ্বিগ্ন হয়ে ওঠেন যে ট্রাম্প এবং নেতানিয়াহু, যাদের সেনাবাহিনী গাজার বেশিরভাগ অংশকে মাটিতে মিশিয়ে দিয়েছে, তারা আবারও বাস্তুচ্যুতির ধারণাটি প্রচার করছেন। ২০ মাসেরও বেশি সময় ধরে যুদ্ধ এবং বারবার অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির পরও, তিনি গাজার সাথে গভীরভাবে সংযুক্ত রয়েছেন, একটি ক্ষুদ্র, ঘনবসতিপূর্ণ উপত্যকা যেখানে ১৯৪৮ সালের যুদ্ধের ফলে ইসরাইলের সৃষ্টির পর প্রজন্ম ধরে শরণার্থীদের আবাসস্থল। ‘আমাদের নিজস্ব ইচ্ছায় অন্য দেশ ভ্রমণের এবং অন্যান্য দেশ ভ্রমণের অধিকার আছে, কিন্তু ফিলিস্তিনি হিসেবে আমরা বাস্তুচ্যুতির পরিকল্পনা প্রত্যাখ্যান করি,’ সাঈদ বলেন। উল্লেখ্য, গতকাল ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে বৈঠক করেছেন। সেখানে তারা আবারও গাজা উপত্যকা থেকে হাজার হাজার ফিলিস্তিনিকে জোরপূর্বক অন্যত্র পাঠানোর বিতর্কিত পরিকল্পনা নিয়ে কথা বলেছেন। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পরই বিতর্কিত এই পরিকল্পনার ঘোষণা দিয়ে বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন।
এ বিষয়ে ইসরাইলের উগ্রবাদী প্রধানমন্ত্রী নেতানিয়াহু সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল একসঙ্গে কিছু দেশের সঙ্গে কাজ করছে, যাতে ফিলিস্তিনিদের ‘ভবিষ্যৎ ভালো হয়’। তার ইঙ্গিত ছিল, গাজার মানুষ চাইলে প্রতিবেশী দেশগুলোতে চলে যেতে পারে। তিনি আরও বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি এমন সব দেশ খুঁজে বের করতে, যারা আগে থেকেই বলে আসছেÑতারা চায় ফিলিস্তিনিদের জন্য ভালো ভবিষ্যৎ গড়ে দিতে। আমার মনে হয়, কয়েকটি দেশ পাওয়া যাচ্ছে।’ ট্রাম্প বলেছেন, ‘চারপাশের দেশগুলো থেকে দারুণ সহযোগিতা’ পাওয়া গেছে। আর তাতে ‘ভালো কিছু হবে’। বছরের শুরুতে ট্রাম্প প্রথমবারের মতো বলেছিলেন, ফিলিস্তিনিদের গাজা থেকে সরিয়ে ওই অঞ্চলকে ‘মধ্যপ্রাচ্যের রিভের ‘ (মধ্যপ্রাচ্যের প্রাকৃতিক সৌন্দর্যম-িত উপকূলীয় এলাকা) বানানো যেতে পারে। তার এই বক্তব্য ঘিরে ব্যাপক সমালোচনা হয়।
গাজায় ৫ ইসরাইলি সেনা নিহত : গাজা উপত্যকায় আরও পাঁচ ইসরাইলি সেনা নিহত হয়েছেন বলে গতকাল এক বিবৃতিতে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। চলতি বছরে গাজায় ইসরাইলি বাহিনীর জন্য এটি অন্যতম প্রাণঘাতী দিন। ইসরাইলি সেনাবাহিনী জানায়, নিহত পাঁচজনের বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে এবং তারা গাজার উত্তরাঞ্চলে অভিযান চালানোর সময় প্রাণ হারান। এ সময় আরও দুই সেনা গুরুতর আহত হন এবং তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
ওয়াশিংটন সফরে থাকা ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই ঘটনাকে কঠিন সকাল বলে আখ্যায়িত করেন। তিনি সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করছেন। স্থানীয় সংবাদমাধ্যম জানায়, বেইত হানুন এলাকায় ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বিস্ফোরণের কারণে এসব সেনা নিহত হন। আহতদের উদ্ধার করতে গেলে সেনারা গুলির মুখেও পড়ে। ইসরাইলের বিরোধী নেতা ইয়ার লাপিদ বলেন, সেনাদের জন্য, তাদের পরিবারের জন্য, জিম্মিদের জন্য এবং ইসরাইল রাষ্ট্রের জন্য এই যুদ্ধের অবসান ঘটাতেই হবে। সূত্র : রয়টার্স, আল-জাজিরা।
আপনার মতামত লিখুন :