ডা. জাকির নায়েক ঢাকায় আসছেন আর সতর্ক ভারত


Sarsa Barta প্রকাশের সময় : অক্টোবর ৩১, ২০২৫, ৪:১৬ অপরাহ্ণ /
ডা. জাকির নায়েক ঢাকায় আসছেন আর সতর্ক ভারত

বিশিষ্ট ইসলামিক বক্তা ডা. জাকির নায়েকের আগামী নভেম্বরে ঢাকায় আসার কথা থাকলেও, বিষয়টি নিয়ে সতর্ক দৃষ্টি রাখছে ভারত। নয়াদিল্লির প্রত্যাশা—তিনি মালয়েশিয়া থেকে বাংলাদেশে পৌঁছালে যেন তাকে ভারতের হাতে তুলে দেওয়া হয়। এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “জাকির নায়েক ভারতে পলাতক আসামি। তিনি ওয়ান্টেড তালিকায় আছেন। তাই আমরা আশা করি, তিনি যেখানেই ভ্রমণ করুন না কেন, সংশ্লিষ্ট দেশ আমাদের নিরাপত্তা উদ্বেগ বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”

২০১৬ সালের আগে পর্যন্ত জাকির নায়েক ভারতে অবস্থান করছিলেন এবং ইসলামিক দাওয়াতমূলক কর্মকাণ্ডের মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে পরিচিতি পান। তবে নরেন্দ্র মোদির সরকারের সময়ে তার বিরুদ্ধে ‘ঘৃণাবাদ ছড়ানো’ ও অর্থপাচারের অভিযোগে মামলা হয়। একই সময়ে তার প্রতিষ্ঠিত পিস টিভির সম্প্রচারও বন্ধ করে দেওয়া হয়।

এরপর তিনি মালয়েশিয়ায় আশ্রয় নেন এবং স্থায়ী বসবাসের অনুমতি পান। ভারত ফেরার বিষয়ে জাকির নায়েক আগেই জানিয়েছেন, “ন্যায়বিচারের নিশ্চয়তা না পেলে ভারতে ফিরব না।” ফলে তিনি বর্তমানে ভারতের আইনগত আওতার বাইরে রয়েছেন।

আগামী ২৮ ও ২৯ নভেম্বর ডা. জাকির নায়েক ঢাকায় একটি দাতব্য অনুষ্ঠানে অংশ নিতে পারেন বলে জানা গেছে। স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের আয়োজনে অনুষ্ঠানটি আগারগাঁওয়ে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালে ঢাকার গুলশানের হলি আর্টিজান হামলার পর জাকির নায়েকের বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। হামলাকারীদের কেউ কেউ তার বক্তৃতা থেকে অনুপ্রাণিত হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। তবে বর্তমান পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সেই নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।