তোমাকে প্রয়োজন : জিদনি জাহান
যখন মাঝে মাঝে হঠাৎ চোখে জ্বল আসে চোখে জ্বল ভাসে
দৃষ্টি আমার কুয়াশায় ডুবে যায়।
কাছ থেকে দেখলেও তখন তোমায় বহুদুর মনে হয়।চোখের জ্বল গড়িয়ে পড়ে দুটি গাল বেয়ে।
দু’হাতের জ্বল মুছিবার জন্য হলেও তোমাকে হ্যাঁ তোমাকেই তখন খুব বেশী নিকটে প্রয়োজন।ঘখন গভীর রাতে স্বপ্ন দেখে হঠাৎ ঘুম ভেঙ্গে যায়! দু চোখের ঘুম হারিয়ে যায়।
সান্ত্বনা দেয়ার জন্য মাথায় হাত বুলিয়ে ঘুম ফিরিয়ে আনার জন্য।তখন তোমায় খুব বেশী প্রয়োজন।হ্যাঁ তোমাকেই তখন বেশী প্রয়োজন।
কারন তোমাকে আমি চাই, আমার করে পেতে চাই।তোমাকে প্রয়োজন। কারন তোমাকে আমি ভালোবাসি। হ্যাঁ তোমাকেই ভালবাসি
আপনার মতামত লিখুন :