

ইমরোজ তৌফিকঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের খুলনা বিভাগের শিক্ষার্থীদের সংগঠন “খুলনা ডিভিশনাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন” এর উদ্যোগে ১৯তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত হয়েছে দিনব্যাপী চড়ুইভাতি ও সাংস্কৃতিক সন্ধ্যা।
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের নিচে উৎসবমুখর পরিবেশে চড়ুইভাতী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো. আসাদুজ্জামান (নিউটন), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান এবং আইন ও বিচার বিভাগের সহকারী অধ্যাপক অরিন্দম বিশ্বাস, ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক ড. জাহিদুল ইসলাম, ইতিহাস বিভাগের শিক্ষক আব্দুল্লাহ আল মামুন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের বর্তমান কমিটির সদস্যবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী এবং সাবেক সদস্যরা।
দিনব্যাপী এই আয়োজনটি ছিল প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশে পরিপূর্ণ।
চড়ুইভাতির পাশাপাশি সাংস্কৃতিক সন্ধ্যায় শিক্ষার্থীরা সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করেন।
আপনার মতামত লিখুন :