নির্বাচনকালীন সরকার বিষয়ে আলোচনার সুযোগ নেই বললেন হানিফ


Sarsa Barta প্রকাশের সময় : জুলাই ৯, ২০২২, ৬:১৯ পূর্বাহ্ণ /
নির্বাচনকালীন সরকার বিষয়ে আলোচনার সুযোগ নেই বললেন হানিফ

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, শুধুমাত্র নির্বাচন সংশ্লিষ্ট বিষয় ছাড়া নির্বাচন কমিশনের সঙ্গে নির্বাচনকালীন সরকার বিষয়ে আলাপের সুযোগ নেই।

শুক্রবার (৮ জুলাই) বিকেলে কুষ্টিয়া জেলা প্রশাসন আয়োজিত ত্রাণ বিতরণকালে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, অনেক আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সংবিধান। যেকোনো মূল্যে এই সংবিধান সমুন্নত রাখতে রাখতে হবে এবং আগামী নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে।

হানিফ বলেন, নির্বাচন সুষ্ঠু করার লক্ষে নির্বাচন কমিশন কিংবা সরকারের সঙ্গে আলোচনায় বসতে চাই, সেই লক্ষে সরকার ইতিবাচক মনোভাব পোষণ করছে।

এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, পুলিশ সুপার খাইরুল আলম উপস্থিত ছিলেন।