কাঙ্খিত স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের পর আজ সকালে যশোরে জাতীয় পতাকা ও দলীয় পতাকা দিয়ে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধনের পর ঢাকঢোল বাজিয়ে যশোর শহরে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শ্লোগানে শ্লোগানে মুখরিত ছিল।
জেলা কার্যালয় থেকে জেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম মিলনের নেতৃত্বে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে যশোর কোতোয়ালি থানার সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সহিদুল ইসলাম মিলন, সহ-সভাপতি এডভোকেট মোহাম্মদ আলী রায়হান, মেহেদী হাসান মিন্টু, হুমায়ুন কবির কবু, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অধ্যক্ষ হারুন-অর-রশিদ, শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ আতিকুর রহমান বাবু, শ্রমবিষয়ক সম্পাদক কাজী আবদুস সবুর হেলাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুন্সি মহিউদ্দীন আহমেদ, শিল্প ও সমবায় বিষয়ক সম্পাদক এডভোকেট আবু সেলিম রানা,
তথ্য ও গবেষণা সম্পাদক ফারুক আহমেদ কচি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সুখের মজুমদার, উপদপ্তর সম্পাদক অহিদুল ইসলাম তরফদার, উপ-প্রচার সম্পাদক লুৎফুল কবির বিজু, নির্বাহী কমিটির সদস্য মারুফ হোসেন খোকন, আসাদুজ্জামান মিঠু, সামির ইসলাম পিয়াস, প্রভাষক মোয়াজ্জেম হোসেন, উপদেষ্টা আবুল হোসেন খান, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফসানা মিমি, শাহানা আক্তার,
শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বিলকিস সুলতানা সাথী, সদস্য শিমু চৌধুরি, জেলা পরিষদের সাবেক সদস্য হাজেরা পারভীন, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিফাতুজ্জামান, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, সাবেক মানব উন্নয়ন সম্পাদক আরাফাত রহমান বাসিদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট যশোর জেলার সহ-সভাপতি মীর আজাদ।
এর আগে যশোর টাউন হল মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। সেখানে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান ও জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ছিলেন।
আপনার মতামত লিখুন :