পবিত্র আশুরা আজ


Sarsa Barta প্রকাশের সময় : জুলাই ১৭, ২০২৪, ১১:০৩ পূর্বাহ্ণ /
পবিত্র আশুরা আজ

আজ বুধবার পবিত্র আশুরা। ১০ মহরম মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ দিন। এ দিন সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা) এবং তার পরিবারের সদস্যরা ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে ইয়াজিদের সৈন্যদের হাতে শহীদ হন। মহান আল্লাহর রহমত ও ক্ষমা পাওয়ার আশায় ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে এই দিনটি পালন করবেন।

দিনটি উপলক্ষে এক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র আশুরার মর্মবাণী অন্তরে ধারণ করে সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

আশুরা উপলক্ষে আজ সরকারি ছুটির দিন। শিয়া সম্প্রদায় তাজিয়া মিছিল বের করে থাকে। দিনটি উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বাদ জোহর ইসলামিক ফাউন্ডেশন আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।

এদিকে তাজিয়া মিছিলে দা, ছোরা, কাচি, বর্শা, বল্লম, তরবারি ও লাঠি বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো নিষিদ্ধ করেছে ডিএমপি। তাজিয়া মিছিলের পতাকার দ- যেন বেশি উঁচু না হয় এবং বিদ্যুতের তারের সঙ্গে সংযোগ না ঘটে সে নির্দেশনাও দেওয়া হয়।