শুভেচ্ছা বক্তব্য বলেন,দীর্ঘ এক মাস পবিত্র সিয়াম সাধনার মধ্য দিয়ে পবিত্র মাহে রমজান মাসে আমরা ইবাদত বন্দেগী করে থাকি। এই রমজান মাস এমন একটি মাস যে মাসের তারতম্য অনেক, যা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আমরা জানি এই মাসে যত ইবাদত করা যাবে তার দ্বিগুণ সওয়াব পাওয়া যাবে। তাই দেশবাসীর উদ্দেশ্যে বলবো দলীয় সব ভেদাভেদ ভুলে আসুন আমরা পবিত্র রমজান মাসে আল্লাহ’র সন্তুষ্টি অর্জনের জন্য বেশি বেশি ইবাদত করি।
সবুর হোসেন বলেন,আমি বিগত ১৫ বছর স্বৈরাচার-ফ্যাসিবাদী সরকারের আমলে অনেক নির্যাতনের শিকার হয়েছি। সে সময়ে আমি অনেক হামলা মামলারও শিকার হয়েছি। আমার নামে আওয়ামী লীগ সরকার কয়েক দফায় নাশকতার মামলা দিয়েছে , ব্যবসা রেখে আমাকে ওই মামলার জামিনের জন্য ছুটতে হয়।
তিনি আরো বলেন,এছাড়াও আমাকে প্রাণ হানির জন্য হামলা করা হয়েছে বেনাপোল রাজ বেকারীর সামনে, যা অনেকে দেখেছেন সেই আওয়ামী লীগের কুখ্যাত চিহ্নিত আমিরুল বাহিনীর আমাকে দেশীয় অস্ত্র দিয়ে বেধড়কমারপিট সহ কুপিয়ে হত্যা চেষ্টা করে, আমাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়,সে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা আমাকে উদ্ধার করে প্রাথমিক অবস্থায় নাভারন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন। তারপরে অবস্থা আরো আশঙ্কাজনক হলে ওখান থেকে যশোর সদর হসপিটালে আমাকে ভর্তি করা হয়, আল্লাহর অশেষ রহমতে ওইদিন আমি বেঁচে যায়।
আপনার মতামত লিখুন :