পশ্চিম তীরে ইসরাইলের অবৈধ বসতির বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান – ছবি : আল-জাজিরা
ফিলিস্তিনের পূর্ব অংশ পশ্চিম তীরে ইসরাইলের ঔপনিবেশিক বসতি ব্যবস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়।সোমবার (১১ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলের ‘ঔপনিবেশিক বসতি ব্যবস্থার’ বিরুদ্ধে ‘প্রতিরোধমূলক আন্তর্জাতিক নিষেধাজ্ঞা’ আরোপ করতে হবে।
এক বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক সম্প্রদায়কে ‘ফিলিস্তিনি নাগরিকদের ওপর অবৈধ বসতি স্থাপনকারীদের আক্রমণ বৃদ্ধির’ ভয়াবহতা সম্পর্কে ‘সতর্ক’ করা হয়েছে। এতে আরো বলা হয়েছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই আক্রমণগুলোর জন্য ইসরাইলি সরকারকে সম্পূর্ণ এবং সরাসরি দায়ী করে।
এদিকে মন্ত্রণালয় ‘ফিলিস্তিনি জনগণের উপর সম্মিলিত শাস্তি আরোপের নীতির তীব্র নিন্দা জানিয়েছে। একইসাথে ফিলিস্তিনি নাগরিকদের চলাচলে বাধা দেয়ার পাশাপাশি ইসরাইলি বসতি স্থাপনকারীদের ‘ক্রমাগতভাবে ফিলিস্তিনি অধিকার লঙ্ঘন করার’ অভিযোগ তুলেছে।
সূত্র : আল-জাজিরা
আপনার মতামত লিখুন :