পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যদের পোশাক পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত


Sarsa Barta প্রকাশের সময় : জানুয়ারি ২০, ২০২৫, ৫:৫০ অপরাহ্ণ /
পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যদের পোশাক পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত

– ছবি – ইন্টারনেট

পুলিশ বাহিনীর সংস্কার আলোচনার মধ্যেই পুলিশ, র‍্যাব এবং আনসার সদস্যদের পোশাক পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। আজ সোমবার উপদেষ্টা পরিষদের বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীর নতুন পোশাকের অনুমোদন দেয়া হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা মো: জাহাঙ্গীর আলম চৌধুরী এ কথা জানিয়েছেন। তিনি জানান, বৈঠকে পুলিশ, আনসার এবং র‌্যাবের প্রতিনিধি দল ১৮ ধরণের নতুন ডিজাইনের পোশাক পরে বৈঠকে প্রবেশ করেন।

সেখান থেকে পুলিশ, র‍্যাব ও আনসারের জন্য তিনটি নতুন ডিজাইনের পোশাক বাছাই করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এতে এই তিন বাহিনীর মন মানসিকতায় পরিবর্তন আসবে বলে তিনি মন্তব্য করেছেন।

আবার পোশাক বদলাতে গিয়ে বড় ধরণের টাকার চাপ যেন না পড়ে এজন্য ধীরে ধীরে বাস্তবায়ন করার কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অন্তর্বর্তী সরকার পুলিশ বাহিনী সংস্কারের অংশ হিসেবে শুরু থেকেই পোশাক পরিবর্তনের কথা বলে আসছিল।

গত ১১ আগস্ট সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন পুলিশের পোশাক ও লোগো পরিবর্তনের কথা বলেছিলেন। এ বিষয়ে তিনি সাংবাদিকদের বলেছিলেন, ‘এই ইউনিফর্ম পরে পুলিশ আর কাজ করতে চাচ্ছে না। খুব দ্রুতই তা পরিবর্তন করা হবে।’

সূত্র : বিবিসি