পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় কোনো প্রতিনিধি পাঠাচ্ছে না ইসরাইল


Sarsa Barta প্রকাশের সময় : এপ্রিল ২৫, ২০২৫, ৬:২৭ অপরাহ্ণ /
পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় কোনো প্রতিনিধি পাঠাচ্ছে না ইসরাইল

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও পোপ ফ্রান্সিস- সংগৃহীত

গাজাযুদ্ধে ফিলিস্তিনি বেসামরিক লোকদের হত্যা ও ত্রাণ কার্যক্রমে বাধা দেয়ার সমালোচনা করা পোপ ফ্রান্সিসের প্রতি বিরক্ত ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার সরকার। খ্রিষ্টান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় কোনো প্রতিনিধি পাঠাচ্ছে না ইহুদীবাদী ইসরাইল। ইসরাইলি সংবাদপত্র হারেৎজের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা শুক্রবার এ তথ্য জানিয়েছে।

গাজাযুদ্ধে ফিলিস্তিনি বেসামরিক লোকদের হত্যা ও ত্রাণ কার্যক্রমে বাধা দেয়ার সমালোচনা করা পোপ ফ্রান্সিসের প্রতি বিরক্ত ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার সরকার।

গাজার জনসংখ্যার ২ শতাংশ খ্রিষ্টান এবং এ এলাকাটিতে খ্রিষ্টানদের অনেকগুলো পবিত্র স্থান রয়েছে। এর মধ্যে রয়েছে জেরুসালেমের চার্চ অফ দ্য হলি সেপুলচার, যাকে যীশুর ক্রুশবিদ্ধ করা, সমাধিস্থ করা এবং পুনরুত্থানের স্থান বলে মনে করা হয় এবং বেথলেহেমের চার্চ অফ দ্য নেটিভিটিকে যিশু খ্রিষ্টের জন্মস্থান বলে চিহ্নিত করা হয়।

শনিবার পোপের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে।