‘প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্র, যশোর’-এর উদ্যোগে শার্শা উপজেলার কন্দর্পপুর গণগ্রন্থাগার’এ প্রতিবন্ধিদের সাথে এক মত বিনিময় সভা আজ ২১ ফেব্রুয়ারী শুক্রবার বিকাল ৪টায় মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
এ অনূষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারী নক্ষত্র যুব উন্নয়ন সোসাইটির জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলার নন্দিত সুনামধন্য শিক্ষক কে,পি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক, বিশিষ্ট কবি, সাহিত্যিক সারসা বার্তা’র সম্পাদক-প্রকাশক মোঃ আব্দুস সালাম গফফার।
অনুষ্ঠানে ষাট জন প্রতিবন্ধীর মায়েদের সাথে প্রতিবন্ধী বিষয়ে নানাবিধ বিষয় নিয়ে আলোচনা করেন প্রধান অতিথি মুনা আফরিন। একই সাথে তাদের মায়েদের প্রতিবন্ধী সন্তানদের বিভিন্ন সমস্যা বিষয়ে প্রশ্নের জবাব দেন এবং সমস্যা সমাধানের পরামর্শ দেন। অনুষ্ঠানে প্রশ্নোত্তর শেষে প্রতিবন্ধীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীর হাতে পুরষ্কার তুলে দেন শিক্ষক সারসা বার্তার সম্পাদক মোঃ আব্দুস সাল্লাম গফফার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রহিমা খাতুন।
আপনার মতামত লিখুন :