প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর শেরিং তোবগের বৈঠক


Sarsa Barta প্রকাশের সময় : নভেম্বর ২২, ২০২৫, ৯:৪৭ অপরাহ্ণ /
প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর শেরিং তোবগের বৈঠক

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ও অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। শনিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রথমে তারা একান্ত বৈঠক করেন। পরে দুই দেশের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন দুই নেতা।

এর আগে শনিবার সকালে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিমানবন্দরে তাকে স্বাগত জানান। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জেও দুই নেতার মধ্যে সংক্ষিপ্ত বৈঠক হয়। এ সময় তোবগে শুক্রবারের ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির খোঁজ নেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।