‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন’-সেনা প্রধান


Sarsa Barta প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২৪, ৫:৪৫ অপরাহ্ণ /
‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন’-সেনা প্রধান

প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করেছেন বলে জানিয়েছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ থেকে আড়াই মাস আগে ৫ আগস্ট বিকাল ৪টায় জাতির উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি একথা বলেছিলেন। সেনাপ্রধানের এই বক্তব্য এখন আবার সামনে চলে এসেছে।

কারণ, গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার আড়াই মাস পর রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আহমেদ বলছেন শেখ হাসিনা পদত্যাগ করেননি। অথচ জাতির উদ্দেশে ভাষণ দেয়ার সময় তিনি বলেছিলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি। ’

সেদিন সেনাপ্রধান বলেছিলেন, আমরা রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করেছি। ইন্টেরিম গভর্মেন্ট ফরম (অন্তর্বর্তী সরকার) করবো। আমরা দ্রুত মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব।

সেনাবাহিনী প্রধান আরো বলেছেন, রাজনৈতিক ক্রান্তিকাল চলছে। সব হত্যার বিচার হবে। সেনাবাহিনীর ওপর আস্থা রাখেন। দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখেন। আপনারা আমার ওপর আস্থা রাখেন, একসাথে কাজ করি। দয় করে সাহায্য করেন।

এমন বক্তব্য দেয়ার পরই সেনা প্রধান রাজনৈতিক নেতৃবৃন্দকে সাথে নিয়ে বঙ্গভবনে যান এবং অন্তবর্তী সরকার গঠন বিষয়ে প্রেসিডেন্টের সাথে বৈঠক করেন। তখন কিন্তু রাষ্ট্রপতি শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে জনসম্মুখে কোন বক্তব্য দেননি।

এদিকে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ইস্যুতে বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মিথ্যাচার করেছেন- বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।