বাংলাদেশে স্টারলিংক চালু নিয়ে ড. ইউনূসের পোস্টে কমেন্টে যা বললেন মাস্ক


Sarsa Barta প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ১১:১৯ অপরাহ্ণ /
বাংলাদেশে স্টারলিংক চালু নিয়ে ড. ইউনূসের পোস্টে কমেন্টে যা বললেন মাস্ক

বাংলাদেশে স্টারলিংক চালু নিয়ে ড. ইউনূসের পোস্ট, কমেন্টে যা বললেন মাস্ক

এবার বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেট সুবিধা প্রদানের কৃত্রিম স্যাটেলাইট ইন্টারনেট তারকামন্ডল স্টারলিংকের প্রবেশ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্সে’ (সাবেক টুইটার) একটি পোস্ট করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আর সেই পোস্টের মন্তব্যের ঘরে উত্তর দিয়ে আলোড়ন তৈরি করেছেন স্টারলিংকের মালিক ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যক্তিত্ব মাস্ক।

গতকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি) এক্স পোস্টে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে করা পোস্টে লেখা হয়, মি. ইলম মাস্কের সঙ্গে দারুণ একটি আলোচনা হয়েছে। আমরা একসঙ্গে কাজ করতে রাজি হয়েছি। আশা করছি তার সঙ্গে মিলে দ্রুত বাংলাদেশে স্টারলিংক উদ্বোধন করতে পারবো।

সেই পোস্টের কিছুক্ষণ পরেই ড. ইউনূসকে উত্তর দেন ইলম মাস্ক। মন্তব্যের ঘরে তিনি লেখেন, আমিও সেদিকে তাকিয়ে আছি (একসঙ্গে কাজ করার ব্যাপারে)।

এদিকে, এক্সে ড. ইউনূসের পোস্ট এবং সেই পোস্টের মন্তব্যের ঘরে ইলন মাস্কের উত্তর দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও।