

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৯৭৪ সালে আওয়ামী লীগ বাকশাল প্রতিষ্ঠা করে নেজামে পার্টিসহ সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে একদলীয় শাসন কায়েম করেছিল। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে বাংলাদেশে ইসলামী রাজনীতির পথ উন্মুক্ত করেছেন। বিএনপি এখনো সেই উদার রাজনৈতিক চিন্তা ধারণ করে চলছে। আগামী দিনে বিএনপি ইসলামী মূল্যবোধ সমুন্নত রেখে সবাইকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চায় বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় মন্তব্য করেন।
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা একে এম আশরাফুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সোমবার (১৭ নভেম্বর) গুলশানস্থ বিএনপির কার্যালয়ে বিএনপি নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত এক বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সব কথা বলেন।
বৈঠকে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা একে এম আশরাফুল হক বলেন, আগামী দিনে ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ গড়তে ইসলাম ও জাতীয়তাবাদী শক্তির ঐক্যের বিকল্প হতে পারে না। আগামী দিনে ইসলামী দল ও বিএনপির সমন্বয়ে নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব বলে তিনি মন্তব্য করেন। ইসলামের নামে কেউ কেউ নির্বাচন বানচালের অপচেষ্টা করতে পারে। এজন্য সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
বৈঠকে এ সময় বিএনপির পক্ষে আরো উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুমিনুল ইসলাম, যুগ্ম মহাসচিব মুফতি কামরুল ইসলাম ভুঁইয়া, সহকারী মহাসচিব মাওলানা সাইফুল ইসলাম ও ছাত্রনেতা এহসানুল হক।
বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আসন বণ্টন নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে বলে সূত্র জানায়। বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ইতোমধ্যে বিএনপির কাছে ছয়টি আসন চেয়ে চিঠি দিয়েছিল। এর মধ্যে আজকের বৈঠকে ব্রাহ্মণবাড়িয়া- ১, কিশোরগঞ্জ- ১ ও ময়মনসিংহ- ৯ আসন নিয়ে বিএনপির হাইকমান্ড বিশেষভাবে চিন্তা করছে বলে নেজামে ইসলাম পার্টির নেতৃবৃন্দকে আশ্বস্ত করা হয়।
আপনার মতামত লিখুন :