বিএনপি’র ভাইস চেয়ারম্যান মনোনীত হাওয়ায় অধ্যাপক নার্গিস বেগমকে শুভেচ্ছা জানালেন সবুর হোসেন


Shohel Rana প্রকাশের সময় : মার্চ ১৪, ২০২৫, ১০:২২ অপরাহ্ণ /
বিএনপি’র ভাইস চেয়ারম্যান মনোনীত হাওয়ায় অধ্যাপক নার্গিস বেগমকে শুভেচ্ছা জানালেন সবুর হোসেন

কামাল হোসেন, স্টাফ রিপোর্টারঃ যশোর জেলা বিএনপির সাবেক আহবায়ক নার্গিস বেগম বিএনপি’র ভাইস চেয়ারম্যান মনোনীত হওয়ায় যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মোঃ সবুর আলী শুভেচ্ছা জানান।

সবুর হোসেন বলেন,বিগত ১৫ বছর স্বৈরাচার-ফ্যাসিবাদী হাসিনা সরকারের আমলে ওই পরিবারটি অনেকবার নির্যাতনের শিকার হয়েছেন। সে সময় মামলা হামলা দফায় দফায় বাড়ি ঘর ভাঙচুর করেছে । ওই পরিবারের সদস্যদের উপরে নির্যাতন চালিয়েছে তবুও ওই পরিবারটি থেমে থাকে নি বুক আগলে সামনের দিকে এগিয়ে চলেছে। কারাবন্দি বিভিন্ন নেতাকর্মীদের বারবার জেলে দুয়ারে দেখতে গিয়েছেন কারাবন্দি ওই পরিবারের খোঁজখবর নিয়েছেন।

বুধবার ১২ ই মার্চ রাতে বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবি রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় জাতীয়বাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে যশোর জেলা বিএনপির সাবেক আবহবায়ক মিসেস নার্গিস বেগমকে মনোনীত করা হয়।