বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটময় বললেন মির্জা ফখরুল


Sarsa Barta প্রকাশের সময় : ডিসেম্বর ১২, ২০২৫, ৫:১২ অপরাহ্ণ /
বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটময় বললেন মির্জা ফখরুল

সাংবাদিকদের সাথে কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর -ছবিঃ সংগৃহীত 

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আজ সারাদেশে দোয়ার আয়োজন করে বিএনপি। চিকিৎসকদের বরাত দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটময়।

শুক্রবার (২৮ নভেম্বর) নয়াপল্টন মসজিদে জুমা নামাজ আদায় ও দোয়া শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আজ সারাদেশে দোয়ার আয়োজন করে বিএনপি।

মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, কারাভোগ করেছেন, নির্যাতিত হয়েছেন। তিনি বলেন, গত দু’দিন ধরে দেশনেত্রী আবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং গতকাল রাতে ডাক্তাররা বলেছেন- তার শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটময়। সেজন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে গণতন্ত্রের এই নেত্রী, গণতন্ত্রের মাতা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সারাদেশের জনগণের কাছে বাদজুমা দোয়া চেয়েছিলাম এবং আজকে আমরা এখানে নয়াপল্টন মসজিদে নামাজ আদায় করি।

মির্জা ফখরুল বলেন, আমরা সবাই বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য পরম করনায় আল্লাহ তালার কাছে দোয়া চেয়েছি। দোয়া চেয়েছি- আল্লাহ যেন তাকে সম্পূর্ণ সুস্থ করে দেন। সুস্থ অবস্থায় আবার জনগণের মাঝে ফিরিয়ে এনে তাকে দেশের মানুষের কাজ করার সুযোগ করে দেন।