বিএনপি চেয়ারপারসনের সাথে সাক্ষাৎ করলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার- সাবা
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। গতকাল রোববার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় সাক্ষাৎ করেন তিনি।
এ সময় খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন পাকিস্তানের এই উপপ্রধানমন্ত্রী। সন্ধ্যা ৭টায় ‘ফিরোজা’য় ইসহাক দারকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা: এ জেড এম জাহিদ হোসেন। ইসহাক দারের সাথে এ সময় ঢাকায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দার ছিলেন।
ইসহাক দার প্রায় ৪৫ মিনিট ফিরোজায় অবস্থান করেন। পরে এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় বাসায় আছেন। উনার শারীরিক অবস্থার খোঁজখবর নেয়া ও কুশল বিনিময় করার জন্য পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারসহ ছয় সদস্যের একটি প্রতিনিধি দল ম্যাডামের বাসায় এসেছেন। পাকিস্তানের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী ও দেশটির জনগণের পক্ষ থেকে তারা খালেদা জিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন। উনার শারীরিক অবস্থা নিয়ে আমাদের সাথে কথা বলেছেন। সর্বোপরি বাংলাদেশের সাথে পাকিস্তানের যে সম্পর্কে সেটি উল্লেখ করেছেন ইসহাক দার।
জাহিদ হোসেন আরো বলেন, দেশের রাজনীতি নিয়ে তেমন কোনো কথা হয়নি। বেগম জিয়া কেমন আছেন বা কেমন চলছে এ সব কথাই হয়েছে। শারীরিক অবস্থা নিয়েই তারা কুশল বিনিময় করেছেন। একজন আরেকজনের খোঁজ নিয়েছেন। সুস্থতা কামনা করেছেন।
তিনি আরো বলেন, ‘বেগম খালেদা জিয়া পাকিস্তানের প্রতিনিধি দলের সাথে কথা বলার ফাঁকে ফাঁকে দেশটির বন্যা প্রসঙ্গেও জানতে চেয়েছেন ম্যাডাম। দেশের চলমান রাজনৈতিক অবস্থা নিয়ে আলোচনা হয় নাই। তবে সার্কের ব্যাপারে উনারা যেমন বলেছেন, ম্যাডামও স্মৃতিচারণ করেছেন।’
এক প্রশ্নের উত্তরে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে, ভবিষ্যতে যাতে দু’দেশের মানুষের সাথে সম্পর্ক আরো স্বাভাবিক করা যায়, একই আন্তর্জাতিক অঙ্গনে যাতে সবাই মিলিতভাবে কাজ করতে পারে সে ব্যাপারে কথা হয়েছে। উনারা আশাবাদ ব্যক্ত করেছেন যে, বাংলাদেশটা নির্বাচনের দিকে যাচ্ছে। কাজেই সেটার মধ্যে নিশ্চয়ই এবং সেখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্ব দিবেন। সেই নেতৃত্বেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এগিয়ে যাচ্ছে। সে কথা বলেছেন। বাংলাদেশ আগামী দিনে একটি সুন্দর রাজনৈতিক পরিবেশের দিকে এগিয়ে যাচ্ছে সে কথাটি আলোচিত হয়েছে।’
আপনার মতামত লিখুন :