মো: ওমর সিয়াম, স্টাফ রিপোর্টার: বেনাপোল থেকে ছেড়ে আসা হামদান পরিবহন থেকে ১২০বোতল ফেন্সিডিল উদ্ধার,গাড়ি ও সুপারভাইজার আটক করেছে।
বেনাপোল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা হামদান পরিবহন থেকে ১২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে যশোর র্যাব ক্যাম্পের সদস্যরা।এ সময় পাচারের সাথে জড়িত থাকার অপরাধে গাড়ির সুপারভাইজার নাইম ইসলাম ও বাসটি আটক করা হয়েছে ।সোমবার বেনাপোল-যশোর সড়কে বাসটি তল্লাশি করে ফেন্সিডিল সহ তাকে হাতেনাতে আটক করা হয়।
যশোর র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ রাসেল জানান,গোপন সংবাদে জানতে পারি বেনাপোল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা হামদান পরিবহনে একটি ফেন্সিডিল এর চালান ঢাকায় যাবে।
এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি টিম বেনাপোল যশোর সড়কে অভিযান চালিয়ে ১২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন।এ সময় সুপারভাইজার নাইম ইসলাম কে জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয়।তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :