বেনাপোল বন্দর দিয়ে পণ্য রফতানিতে দেয়া হলো ১১ শর্ত


Sarsa Barta প্রকাশের সময় : জানুয়ারি ৮, ২০২৫, ৮:৩১ অপরাহ্ণ /
বেনাপোল বন্দর দিয়ে পণ্য রফতানিতে দেয়া হলো ১১ শর্ত

– ছবি : সংগৃহীত

বেনাপোল বন্দর দিয়ে পণ্য রফতানিতে ১১টি শর্ত দেয়া হয়েছে। এসব শর্ত পূরণ করেই এই বন্দর দিয়ে পণ্য রফতানি করতে পারবেন ব্যবসায়ীরা।মঙ্গলবার বেনাপোল কাস্টমস হাউস এ সংক্রান্ত আদেশ জারি করেছে। তবে ব্যবসায়ীরা মনে করছেন, এই আদেশে রফতানিকারকদের ভোগান্তি বাড়বে।

নতুন শর্ত অনুযায়ী, ৪০ হাজার ডলারের বেশি মূল্যের পণ্যের চালান অথবা ২০ হাজার পিসের বেশি তৈরি পোশাকের (যেমন শার্ট, প্যান্ট, টি-শার্ট, আন্ডারগার্মেন্টস) চালান কায়িক পরীক্ষা বাধ্যতামূলক।

কায়িক পরীক্ষা বলতে বোঝায়, পণ্যের চালান খুলে দেখে নিশ্চিত করা, ঘোষণাকৃত পণ্যের সাথে চালানে থাকা পণ্যের মিল আছে কি না তা দেখা।

এতে আরো বলা হয়েছে, ১২ ধরনের আমদানির পণ্যকে সংবেদনশীল ও শুল্ক ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে। এসব পণ্যের মধ্যে রয়েছে প্রসাধনসামগ্রী, সব ধরনের কাপড়, ইমিটেশন জুয়েলারি, ব্যাটারি, মোটর পার্টস, টায়ার ও টিউব, বাইসাইকেল যন্ত্রাংশ, ইলেকট্রনিকস ও চিকিৎসা যন্ত্রপাতি ইত্যাদি। এসব পণ্যের চালানও কায়িক পরীক্ষা করা হবে।

এসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম পর্যালোচনা করে ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠান ও পণ্যের চালানের কায়িক যাচাই-বাছাই করার জন্য নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বেনাপোল কাস্টমস কমিশনার কামরুজ্জামান। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে।