নিজস্ব প্রতিবেদক: যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অভিযানে ০১জন আসামীসহ ভারতীয় ফেন্সিডিল, মদ, শাড়ী, কম্বল ও কসমেটিক্স সামগ্রী এবং অবৈধ অনুপ্রবেশের দায়ে ১৬জন বাংলাদেশী নাগরিক আটক করেছেন।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিসি, পিএসসি জানান, বিজিবি’র আভিযানিক কর্মকাণ্ড অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) বেনাপোল বিওপি, কাশিপুর বিওপি, আন্দুলিয়া বিওপি, ধান্যখোলা বিওপি, আমড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় বিশেষ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ০১জন আসামীসহ (এগার লক্ষ ছত্রিশ হাজার তিনশত পঞ্চাশ) টাকা মূল্যের ভারতীয় ফেন্সিডিল, মদ, শাড়ী, কম্বল ও কসমেটিক্স সামগ্রী আটক করে। অপর আর একটি অভিযানে ধান্যখোলা বিওপি’র সদস্যরা পাসপোর্ট ব্যতীত অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১৬জন বাংলাদেশী নাগরিক আটক করে।
বিজিবি অধিনায়ক আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে ছয়জনকে শার্শা থানায় এবং ১০ জনকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
–
আপনার মতামত লিখুন :