বেনাপোলে বিজিবি’র পৃথক অভিযানে ফেনসিডিল ও ভারতীয় পণ্য উদ্ধার


Al Amin প্রকাশের সময় : ডিসেম্বর ১০, ২০২৪, ৮:৪০ পূর্বাহ্ণ /
বেনাপোলে বিজিবি’র পৃথক অভিযানে ফেনসিডিল ও ভারতীয় পণ্য উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : যশোরে বেনাপোল সীমান্ত থেকে মালিকবিহীন অবস্থায় মাদকদ্রব্যসহ ৮ লাখ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। সোমবার( ৯ ডিসেম্বর) বেনাপোল সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ আট লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি, পাঁচপীরতলা বিওপি’র সীমান্ত এলাকায় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব ভারতীয় মালামাল আটক করে। যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি’র আভিযানিক কর্মকাণ্ড অংশ হিসেবে দীর্ঘদিন যাবত মাদক ও চোরাচালান মালামাল আটকের ক্ষেত্রে বিজিবির গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেনাপোল বিওপি’র বিশেষ আভিযানিদল বেনাপোল পোর্ট থানাধীন কাস্টমস্ হাউজ গেইট সংলগ্ন রাস্তার উপর হতে মালিকবিহীন অবস্থায় ৫০,২০০ টাকা মূল্যর ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী আটক করে। বেনাপোল আইসিপি’র বিশেষ আভিযানিকদল মেইন পিলার ১৮/৮-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আন্তজার্তিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে ভারত হতে আগত পাসপোর্টধারী যাত্রীদের ব্যাগ তল্লাশী করে শুল্ক ফাঁকি দিয়ে আনয়নকৃত ৩,০২,২০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পোশাক এবং কসমেটিক্স সামগ্রী আটক করা হয়। বেনাপোল বিওপি’র বিশেষ আভিযানিকদল বেনাপোল পোর্ট থানাধীন নামাজ গ্রামস্থ রাস্তার উপর হতে মালিকবিহীন অবস্থায় ৩,৮৬,০০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার পোশাক ও কসমেটিকস সামগ্রী, পুথি এবং হোমিও ঔষধ আটক করে।পাঁচপীরতলা বিওপি’র কুলিয়া পোস্টের বিশেষ মাদক বিরোধী আভিযানিকদল মেইন পিলার ৪৭/৩-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কুলিয়া গ্রামস্থ ঈদগাহ এর পাশ হতে মালিকবিহীন অবস্থায় ৪০,৮০০ টাকা মূল্যের ভারতীয় ১০২ বোতল ফেন্সিডিল আটক করা হয়। বিজিবি অধিনায়ক আরো জানান, চোরাকারবারী কর্তৃক মালামাল শুল্ককর ফাকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল বেনাপোল কাস্টমস এ এবং মালিকবিহীন মাদকদ্রব্য জনসস্মুখে ধ্বংসের নিমিত্তে স্টোরে জমা করা হয়েছে।