বেনাপোলে শহীদ আব্দুল্লাহর কবর জিয়ারত করলেন সাবেক সাংসদ মফিকুল হাসান তৃপ্তি


Al Amin প্রকাশের সময় : নভেম্বর ২১, ২০২৪, ৬:১১ অপরাহ্ণ /
বেনাপোলে শহীদ আব্দুল্লাহর কবর জিয়ারত করলেন সাবেক সাংসদ মফিকুল হাসান তৃপ্তি

নিজস্ব প্রতিবেদক: গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ বেনাপোলের আব্দুল্লাহ সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দীর্ঘ ৩ মাস পর মৃত্যুবরণ করে (২০ নভেম্বর) বুধবার বিকেলে তার কবর জিয়ারত করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সাংসদ মফিকুল হাসান তৃপ্তি।

এ সময় তার সাথে ছিলেন বেনাপোল পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহবুদ্দিন আহম্মেদ, পুটখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মফিজুর রহমান, শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, যুগ্ম-আহ্বায়ক আল মামুন বাবলু, জিয়াউর রহমান জিয়া, যশোর জেলা কৃষক দলের সদস্য আলমগীর হোসেন টিপু, কৃষক দল নেতা মোস্তাফিজুর রহমান বাবু, শার্শা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, শহীদ আব্দুল্লাহর পিতা আব্দুল জব্বার, উপজেলা যুবদল নেতা খন্দকার সাইফুল ইসলাম, শার্শা উপজেলা ছাত্র দলের জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক মোহাইমিনুল ইসলাম সাগর, যশোর জেলা ছাত্র দলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রাব্বি হোসেন, শার্শা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা শাহজালাল আগুন প্রমুখ।

এ সময় বিএনপি নেতা মফিকুল হাসান তৃপ্তি শহীদ আব্দুল্লাহর নামে বেনাপোলে সরকারি প্রতিষ্ঠান শহীদ আব্দুল্লাহ নামে নামকরণের জন্য সরকারে প্রতি আহ্বান জানান।

পরে তিনি শহীদ আব্দুল্লাহ বাড়িতে গিয়ে তার পিতা-মাতার সাথে দেখা করে তাদের সান্তনা দেন। তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।