ভারতীয় রুপির মান সর্বনিম্নে


Sarsa Barta প্রকাশের সময় : জুলাই ১, ২০২২, ১১:০৮ অপরাহ্ণ /
ভারতীয় রুপির মান সর্বনিম্নে

ভারতীয় মুদ্রা রুপির দরপতন অব্যাহত রয়েছে। আজ শুক্রবার দিনের শুরুতেই প্রতি মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির দাম ৫ পয়সা কমে ৭৯ দশমিক ১২ রুপিতে দাঁড়ায়, যা সর্বকালের সর্বনিম্ন।

দিনের লেনদেন শেষে কিছুটা ঘুরে দাঁড়ায় ভারতীয় রুপি। দিনের শেষে প্রতি মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার দাম ছিল ৭৮ দশমিক ৯৪ রুপি।
এর আগে মার্কিন ডলারের বিপরীতে রুপি ৩ পয়সা কমে রেকর্ড সর্বনিম্ন ৭৯ দশমিক শূন্য ৬ রুপিতে নেমেছিল।

আজ সকালে রুপির দরপতন অব্যাহত থাকার ফলে চলতি অর্থবছরে ডলারের তুলনায় রুপির দাম প্রায় ৬ শতাংশ কমেছে। অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, রুপির দামের এমন পতনের অন্যতম কারণ, ভারতের ইক্যুইটি বাজার থেকে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বা এফআইআইয়ের মূলধন তুলে নেওয়া এবং সেই সঙ্গে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি।