মণিরামপুর স্বামীর চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে স্ত্রী নিহত


Shohel Rana প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২৫, ৯:৩৮ অপরাহ্ণ / ০ Views
মণিরামপুর স্বামীর চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে স্ত্রী নিহত

নিজস্ব প্রতিবেদকঃ যশোরের মনিরামপুর উপজেলায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে নার্গিস পারভীন (৪০) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার  বিকেল ৪টা ৪০ মিনিটে উপজেলার লাউড়ী প্রজেক্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত নার্গিস পারভীন যশোর শহরের বেজপাড়া সাদেক দারোগার মোড় এলাকার বাসিন্দা।

স্বামী ফরহাদ জানান,  মোটরসাইকেলে করে তিনি স্ত্রীকে নিয়ে শ্বশুড় বাড়ি মনিরামপুর থেকে যশোরে আসছিলেন। এরমাঝে চলন্ত মোটরসাইকেল থেকে স্ত্রী নিচে পড়ে যান। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। মাথা ফেটে রক্তাক্ত জখম হন। পথচারীরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এদিকে, নার্গিস বেগমের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।