মধ্যরাতে সাবেক মন্ত্রী কায়কোবাদের বাড়িতে হামলা চালালো আওয়ামীলীগ নেতা


Sarsa Barta প্রকাশের সময় : মে ১০, ২০২৫, ৮:৩৪ পূর্বাহ্ণ /
মধ্যরাতে সাবেক মন্ত্রী কায়কোবাদের বাড়িতে হামলা চালালো আওয়ামীলীগ নেতা

বিএনপি নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক ধর্ম প্রতিমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের বাড়িতে হামলা করেছে সাবেক এমপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ইউসুফ আব্দুল্লাহ হারুনের ঘনিষ্ঠ নেতা নাজমুল হাসান। ৮ মে বৃহস্পতিবার দিবাগত রাতে এ হামলা চালানো হয়।

জানা যায়, সাবেক এমপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ইউসুফ আব্দুল্লাহ হারুনের ঘনিষ্ঠ নেতা নাজমুল হাসান। গত বৃহস্পতিবার দিবাগত রাতে সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এর বাড়িতে মোটরসাইকেলযোগে গিয়ে বাড়ির দরজায় সর্বশক্তি দিয়ে আঘাত করে অশ্লীল ভাষায় গালমন্দ করে নাজমুল হাসান। এ সময় বাড়িতে থাকা সাবেক মন্ত্রী কায়কোবাদের ভাগিনা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সোহেল আহমেদ বাবুকে হত্যার উদ্দেশ্যে হামলা করে এবং ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় উপস্থিত লোকজন বাধা দিলে ক্ষনিকের মাঝেই মাতাল সেজে অসংলগ্ন কথা বার্তা বলা শুরু করে। কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ও তার নেতাকর্মীদের গালমন্দ ও গুলি করে হত্যার হুমকিও দেয় সে।

এ বাড়িতে কে পাঠিয়েছে? জানতে চাইলে সে মুর্শেদ নামের এক ব্যক্তির নাম উল্লেখ্য করে বলেন, আমি কালা মুর্শেদ বাহিনীর লোক। এ বাড়িতে থাকতে হইলে আমারে ৫ লাখ টাকা চাঁদা দিতে হবে। পরে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

স্থানীয়রা জানান, সাবেক এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুনের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের প্রভাব দেখিয়ে বিএনপি জামায়াত ও নিরীহ মানুষদের নির্যাতন করত নাজমুল। শুধু তাই নয় চাঁদাবাজি এবং মাদক কারবারি ছিল তার পেশা। তার বিরুদ্ধে মুরাদনগর থানায় চুরি, ছিনতাই, ডাকাতি, ধর্ষণসহ ১১টি মামলা রয়েছে।

স্থানীয় বাসিন্দা নায়েব আলী বলেন, কায়কোবাদ সাহেব সাবেক ৫ বারের এমপি ও জাতীয় নেতা। ওনার বাড়িতে মধ্য রাতে আওয়ামী লীগ নেতা হামলা করে। এতেই স্পষ্ট মুরাদনগরের আইনশৃঙ্খলা কত অবনতি হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেন, নাজমুল হাসানের বিরুদ্ধে পূর্বের একটি মামলায় ওয়ারেন্ট থাকায় তাকে সে মামলায় চালান করা হয়েছে। তার বিরুদ্ধে অনেকগুলো মামলা রয়েছে। গত রাতের ঘটনায় মামলা হলে জানাবো।