মাগুরার শালিখায় ইট চাপায় একজনের মৃত্যু


Sarsa Barta প্রকাশের সময় : জানুয়ারি ২৮, ২০২৬, ৭:০৫ অপরাহ্ণ /
মাগুরার শালিখায় ইট চাপায় একজনের মৃত্যু
মোঃ খুরশিদ আলম, মাগুরা থেকে :

জেলার শালিখা উপজেলার শতখালী কেয়া ব্রিকস্ (সাবেক বন্ধু ভাটা) এ ইটের খামাল ভেঙ্গে  সালমান নামের এক কর্মচারীর মৃত্যু। ২৭ জানুয়ারি বিকালে ইট উঠানো কাজ করার সময় খামাল ভেঙে পড়ে।
এ সময় সে ইটের নিচে চাপা পড়ে। ভাটা কতৃপক্ষ আড়পাড়া ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে পাঠান।