সোহেল রানাঃ যশোরের বেনাপোলে ৬কেজি গাঁজাসহ সম্রাট হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর ‘খ’ সার্কেল যশোরের সদস্যরা।
বুধবার (২২শে জানুয়ারি) দুপুরে যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন রঘনাথপুর বাওড়া কান্দা পাড়া থেকে তাকে আটক করা হয়। আটক সম্রাট হোসেন ওই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।
এ ঘটনায় উপ-পরিদর্শক শেখ আবুল কাশেম বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন। ধৃত আসামী বেনাপোল অঞ্চলের একজন চিহ্নিত কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :