

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বাংলাদেশের মানুষ বোঝে ওয়ান ম্যান ওয়ান ভোট। একজন ব্যক্তি দাঁড়াবে, তার মার্কায় ভোট দেবো। এটা সেই আদিকাল থেকে দেখে আসছি। এটা পরিবর্তন করবেন, তার জন্য আবার গণভোট করবেন। গণভোটে থাকবে ‘হ্যাঁ’, ‘না’। এখন গণভোটে নাকি চারটি প্রশ্ন থাকবে। মানুষ এখন পর্যন্ত বুঝতেই পারছে না। শেষ দিন পর্যন্তও বুঝতে পারবে না।’
শনিবার দুপুরে আইডিইবির মাল্টিপারপাস হলে মউশিক কেয়ারটেকার কল্যাণ পরিষদের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, ‘আজ দেশে কিন্তু পরিবর্তন হচ্ছে। প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন হবে। সেটা ফেব্রুয়ারিতেই হবে। নির্বাচনের জন্য সংস্কার কমিশন করা হয়েছিল। কমিশনে দেশ থেকে বড় বড় পণ্ডিতরা রয়েছেন, বিদেশ থেকেও এসেছেন। নয় মাস ধরে তারা আলাপ-আলোচনা করেছেন। অনেক সংস্কারের কথা বলেছেন। সবশেষে যেটা বলেছেন সেটা আমরা বুঝিই না ঠিক মতো। দেশের মানুষের অনেকেই বুঝতে পারেন না। পিআর কয়জন বোঝেন বলেন, আপনারা তো সাধারণ মানুষের সঙ্গে চলাফেরা করেন। পিআরটা আসলে কী, ইংরেজি হলো প্রোপরশনাল রিপ্রেজেনটেটিভ। আমারই ঠিকমতো বুঝতে কষ্ট হয়। বাংলাটা আরও কঠিন। আনুপাতিক প্রতিনিধিত্ব। এটার সঙ্গে আমরা পরিচিত না।’
তিনি বলেন, ‘আপনাদের আমি জিজ্ঞাসা করতে চাই, এতো মুসলমানের দেশ, এতো মাদ্রাসা, মসজিদ, এতো ইমাম, উলামা, বিদ্বান পণ্ডিতরা থাকা সত্ত্বেও দেশে এতো অন্যায় কেন? এতো পাপ কেন? কেন মানুষ এতো চুরি করে? এতো দুর্নীতি করে? আমার সম্পদ বিদেশে পাচার করে দেই! আমি বুঝতে পারি না।’
আপনার মতামত লিখুন :