

ফাইল ছবি
যুক্তরাষ্ট্রে ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সরকারি অচলাবস্থার (শাটডাউন) অবসান ঘটতে যাচ্ছে। বুধবার রাতে প্রতিনিধি পরিষদে (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) একটি অর্থায়ন বিল পাস হওয়ার পর ফেডারেল সরকারের কার্যক্রম পুনরায় শুরু হওয়ার পথ তৈরি হয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে আল-জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, রিপাবলিকানদের নিয়ন্ত্রণাধীন প্রতিনিধি পরিষদে অনুষ্ঠিত ভোটে ২২২ জন সদস্য বিলের পক্ষে ভোট দেন। এর মধ্যে ছয়জন ডেমোক্র্যাটও ছিলেন। অন্যদিকে ২০৯ জন এই বিলের বিরোধিতা করেন, যাদের মধ্যে দুজন রিপাবলিকানও আছেন। বিলটি এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের জন্য পাঠানো হবে।
এর আগে সোমবার রাতে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে (সেনেট) ৬০-৪০ ভোটে বিলটি অনুমোদন করা হয়। নতুন এই বিল সরকারের অর্থায়ন আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত নিশ্চিত করবে। ফলে ছয় সপ্তাহ ধরে বেতন বন্ধ থাকা লক্ষাধিক ফেডারেল কর্মচারী আবার বেতন পেতে যাচ্ছেন। উল্লেখ্য, শাটডাউনের কারণে অত্যাবশ্যকীয় সেবা ছাড়া যুক্তরাষ্ট্রের প্রায় সব সরকারি কার্যক্রম বন্ধ হয়ে পড়েছিল।
আপনার মতামত লিখুন :