মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণা সম্পর্কে সতর্ক হাইকমিশননের


Sarsa Barta প্রকাশের সময় : আগস্ট ১, ২০২৫, ৫:১১ অপরাহ্ণ /
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণা সম্পর্কে সতর্ক হাইকমিশননের

মালয়েশিয়ায় কর্মরত বা সেখানে কর্মসংস্থানের জন্য আগ্রহী বাংলাদেশিদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। আজ শুক্রবার (১ আগস্ট) হাইকমিশনের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র মালয়েশিয়ার সাবাহ প্রদেশে কর্মী পাঠানোর মিথ্যা প্রলোভন দেখিয়ে বাংলাদেশিদের কাছ থেকে পাসপোর্ট ও নগদ অর্থ সংগ্রহ করছে।

তবে হাইকমিশন স্পষ্ট করেছে, বর্তমানে মালয়েশিয়ার সরকার ও বাংলাদেশ সরকারের মধ্যে সাবাহ প্রদেশে কর্মী প্রেরণ-সংক্রান্ত কোনো চুক্তি বা সমঝোতা স্মারক (MOU) নেই। এমনকি সাবাহ প্রদেশ কর্তৃপক্ষের তরফ থেকেও এখনো বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে আলোচনা চলমান থাকলেও এখনো পর্যন্ত কোনো অনুমোদন বা চুক্তি হয়নি।

এই অবস্থায় হাইকমিশন সতর্ক করে বলেছে, সাবাহ প্রদেশে যাওয়ার আগ্রহী কর্মীদের এই ধরনের প্রতারক চক্রের মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হতে এবং তাদের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হচ্ছে।

সাবাহ প্রদেশ কর্তৃপক্ষ যদি বাংলাদেশি কর্মী নিয়োগে চূড়ান্ত অনুমতি দেয়, তাহলে হাইকমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।