মেয়েকে বাঁচাতে মায়ের আকুতি হার্ট সার্জারী করতে লাগবে ৩ লাখ টাকা, মানবিক সাহায্যের আবেদন


Shohel Rana প্রকাশের সময় : ডিসেম্বর ৮, ২০২৫, ৪:২৯ অপরাহ্ণ /
মেয়েকে বাঁচাতে মায়ের আকুতি হার্ট সার্জারী করতে লাগবে ৩ লাখ টাকা, মানবিক সাহায্যের আবেদন

নিজস্ব প্রতিবেদকঃ ছোট্ট সোনা মনি তাসমিয়া রাফা। বাবা মায়ের একমাত্র আদরের সন্তান। মাত্র ১০ মাস ২০ দিন বয়স। জন্ম থেকেই হৃদরোগে আক্রান্ত তাসমিয়া। তার হার্টে ছিদ্র। হার্টের পাশাপাশি লান্স ও ফুসফুসেও সমস্যা। ঢাকা জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে তাসমিয়াকে ভর্তি করা হয়। সেখানকার ডাক্তার শাহরিয়ার হুসেন ও ডাক্তার আতাউল হক ৬ মাস চিকিৎসা দেয়ার পরে তাসমিয়াকে ঢাকা হার্ট ফাউন্ডেশনে রেফার্ড করেন।

তারা বলেন তাসমিয়াকে শুধু ওষুধের সাহায্যে সুস্থ্য করা যাবে না। তাকে ওপেন হার্ট সার্জারী করা লাগবে। হার্ট ফাউন্ডেশনে ভর্তি করার পর সেখানকার ডাক্তার ইলিয়াস পাটোয়ারী জানান তাসমিয়াকে আড়াই মাসের মধ্যে ওপেন হার্ট সার্জারী করাতে হবে। না করলে শিশুটিকে বাঁচানো যাবে না।

এতে খরচ পড়বে আড়াই লাখ টাকা ও আনুষাঙ্গিক আরো ৫০ হাজার টাকার প্রয়োজন। তাসমিয়ার বাবা মা খুবই গরীব মানুষ। এতটাকা যোগাড় করার সামর্থ্য তাদের নেই। তারা মেয়েটিকে বাঁচাতে বিত্তবান ও দানশীল ব্যাক্তি সহ দেশ বিদেশে সকলের কাছে আর্থিক সাহায্য কামনা করেছেন তাসমিয়ার মা রোকেয়া সুলতানা। তাদের বিকাশ, রকেট ও নগদ একাউন্ট নম্বর ০১৭৯৭ – ৮৭১৬৮৪। তাসমিয়ার বাবা আহসান হাবিব, মা রোকেয়া সুলতানা। গ্রাম কালিয়ানী উপজেলা শার্শা, জেলা যশোর।