মোটর সাইকেলের ধাক্কায় খুলনায় নিহত-১


Sarsa Barta প্রকাশের সময় : জুলাই ১১, ২০২২, ১০:৫৬ অপরাহ্ণ /
মোটর সাইকেলের ধাক্কায় খুলনায় নিহত-১

খুলনায় মোটরসাইকেলের ধাক্কায় খাদিজা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক ও আরোহী গুরুতর আহত হয়েছেন। রোববার (১০ জুলাই) রাতে নগরীর খানজাহান আলী থানাধীন ডাক্তারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খাদিজা বেগম গিলাতলা ২ নং বিহারি কলোনির মো. জামিল আহমেদের স্ত্রী।

আহতরা হলেন মোটরসাইকেল চালক, ফুলতলা গাড়াখোলা এলাকার মো. রহিম সরদার (২১) ও আরোহী একই এলাকার মো. গালিব বিশ্বাস (১৮)।
খানজাহান আলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার রাত ৮টার দিকে খানজাহান আলী থানাধীন ডাক্তার বাড়ি খুলনা-যশোর মহাসড়ক পারাপারের সময় খাদিজা বেগমকে ফুলতলা থেকে দৌলতপুরগামী একটি মোটরসাইকেল ধাক্কা দেয়।

মোটরসাইকেলের ধাক্কায় খাদিজা বেগম খুলনা-যশোর মহাসড়কের ওপর ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে নাক, মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। একই সঙ্গে মোটরসাইকেলের চালক রহিম সরদার ও আরোহী গালিবও মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর ছিটকে পড়েন।

এ সময় পাশে দাঁড়িয়ে থাকা সিএনজিতে ধাক্কা লেগে তারাও গুরুতর আহত হয়। পরে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে চিকিৎসার জন্য তাদের ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেন। হাসপাতালে পৌঁছানোর কিছুক্ষণ পর খাদিজা বেগম মৃত্যুবরণ করেন।