আব্দুস সালাম গফফার, সারসা বার্তা: যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিভিন্ন কর্মকান্ডের প্রতিবেদন প্রকাশ করেছেন। অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জনাব সাইফুল্লাহ সিদ্দিকী এসপিপি, পিএসসি পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, অত্র ব্যাটালিয়নের অধীনস্থ ধান্যখোলা ও আন্দুলিয়া বিওপি এবং বেনাপোল আইসিপি’র সাথে বাঁশঘাটা, মামাভাগিনা এবং পেট্টাপোল বিএসএফ ক্যাম্পের সমন্বিত টহল পরিচালিত হয়েছে।
আপনার মতামত লিখুন :