যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৪ অভিযানে গাঁজা-ইয়াবাসহ আটক ৪, সাজা দিয়েছে ২ জনকে


Al Amin প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২৪, ১১:৩৮ অপরাহ্ণ /
যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৪ অভিযানে গাঁজা-ইয়াবাসহ আটক ৪, সাজা দিয়েছে ২ জনকে

নিজস্ব প্রতিবেদক: যশোর জেলার বিভিন্ন স্থানে পৃথক ৪টি অভিযান চালিয়ে ৪ জনকে আটক ও দুই জনকে মোবাইল কোর্ট করে সাজা দেয়া হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর ২২ অক্টোবর দিনের বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে। আর উদ্ধার করে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট। এ ব্যাপারে মামলাও হয়েছে।
তথ্য মিলেছে, ২২ অক্টোবর দুপুর সাড়ে ১২ টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপপরিচালক আসলাম হোসেনের সার্বিক তত্ত্বাবধানে ‘ক’ সার্কেলের সদস্যরা অভিযান পরিচালনা করেন। এসময় চুড়ামনকাটির বাগডাঙ্গা খামারপাড়া গ্রাম থেকে আরিফ আলীকে (৬০) ২শ’ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এ ঘটনায় উপপরিদর্শক এস এম শাহীন পারভেজ কোতোয়ালি থানায় মামলা করেন।

এদিন বিকেল সাড়ে ৪ টায় ঘুরুলিয়া পশ্চিমপাড়া গ্রামে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই গ্রামের সুজন হোসেনকে (৩৪) গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার রাহাত খান তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫শ’ টাকা জরিমানা করে কারাগারে প্রেরণ করেন। একই দিন বিকেল সাড়ে ৩ টায় যশোর ‘খ’ সার্কেলের সদস্যরা অভিযান পরিচালনা করেন। মণিরামপুরের শেখপাড়া খানপুর গ্রাম থেকে ইদ্রিস আলীকে (৪০) ৫শ’ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এ ঘটনায় উপপরিদর্শক শেখ আবুল কাশেম মণিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
অপরদিকে একই দিন দুপুর ১২ টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে। বেনাপোলের নারায়নপুর বিশ্বাসপাড়া গ্রাম থেকে সেলিম সর্দারকে (৩২) ১৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। এ ঘটনায় উপপরিদর্শক শাহরিয়ার হোসেন বেনাপোল পোর্ট থানায় মামলা করেছেন।