যশোর শহরের প্রতিটি ওয়ার্ডে বিএনপির আওয়ামী বিরোধী মিছিল


Sarsa Barta প্রকাশের সময় : এপ্রিল ২১, ২০২৫, ১০:৫৪ অপরাহ্ণ /
যশোর শহরের প্রতিটি ওয়ার্ডে বিএনপির আওয়ামী বিরোধী মিছিল

আওয়ামী লীগের বিরুদ্ধে নাশকতা সৃষ্টি চেষ্টার প্রতিবাদে যশোর শহরজুড়ে বিক্ষোভ করেছে বিএনপি। পৌরসভার নয়টি ওয়ার্ডে সোমবার (২১ এপ্রিল) একযোগে এই কর্মসূচি পালনে পুরো শহর যেন মিছিলের নগরীতে পরিণত হয়েছিল। সোমাবার বিকেল ও রাতে ধারাবাহিকভাবে প্রতিটি ওয়ার্ড বিএনপি পৃথকভাবে বিক্ষোভ মিছিল বের করে। যশোর নগর বিএনপির আহ্বানে এই কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে নেতৃবৃন্দ বলেন, যেখানেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করবে, সেখানেই তাদেরকে প্রতিহত করা হবে। আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলটি একটি সন্ত্রাসী সংগঠন। কোন সন্ত্রাসীর জায়গা এই যশোরে হবে না।

মিছিল শুরুর আগে এবং শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশগুলোতে বক্তারা বলেছেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা জনগণের ঘাড়ে জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল। নতুন বাংলাদেশে সন্ত্রাসীদের আর সেই সুযোগ দেওয়া হবে না। তাই কোনভাবেই এই সন্ত্রাসীরা যেন নতুন করে সংঘবদ্ধ হয়ে আবার জনগণের ক্ষতি করতে না পারে তার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জানান নেতৃবৃন্দ।

তিন নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মারুফ হোসেন ও সাধারণ সম্পাদক সাব্বির মালিকের নেতৃত্বে রাতে জেনারেল হাসপাতাল মোড় থেকে, এক নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে বারান্দিপাড়া শতদল প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে, সাত নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে শংকরপুর গোলপাতা মসজিদের সামনে থেকে, ছয় নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে চাঁচড়া ডালমিলের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়।

অন্যান্য ওয়ার্ডগুলোতেও অনুরূপ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে। প্রতিটি কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ গ্রহণ করেন। মিছিলগুলোতে নেতাকর্মীরা স্লোগান দেন, ‘শহীদ জিয়ার বাংলায়, খুনি হাসিনার ঠাঁই নাই’, ‘আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘জনগণের বাংলায়, ফ্যাসিবাদের ঠাঁই নাই’, ‘আওয়ামী লীগের আস্তানা, জ¦ালিয়ে দাও-পুড়িয়ে দাও’ ইত্যাদি।