যশোর প্রতিনিধি: যশোরে দোয়া মাহফিলের মধ্য দিয়ে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। জেলা মহিলা দলের আয়োজনে দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে (৯ সেপ্টেম্বর) সোমবার বিকালে জেলা বিএনপির কার্যালয়ের সামনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এছাড়া গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামানা এবং মহিলা দলের প্রয়াত নেতাকর্মীর আত্মার মাগফিরাত কামনা করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সদস্য অ্যাড. মো. ইসহক, গোলাম রেজা দুলু, মিজানুর রহমান খান, এ কে শরফুদ্দৌলা ছোটলু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, ফারুক হোসেন, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, নগর মহিলা দলের সভাপতি শামসুন্নাহার পান্না, সাধারণ সম্পাদক সাবিহা সুলতানা, সদর উপজেলা মহিলা দলের সভাপতি হাসিনা ইউসুফ, সাধারণ সম্পাদক মনোয়ারা মোস্তফা, সিনিয়র সহ-সভাপতি সেলিনা পারভিন শেলী প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা মোশারফ হোসেন। অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দেশে এখনও গণতন্ত্র পুরাপুরি ফিরে আসেনি। স্বৈরাচার হাসিনার পতন হবার পর আমরা গণতন্ত্রের জন্য আন্দোলনের প্রথম ধাপ পার করেছি। সামনে মহিলা দলকে সব ভেদাভেদ ভুলে এক হয়ে কাজ করতে হবে। দলকে সু-সংগঠিত করতে হবে। তানাহলে সামনের ধাপগুলো পার হওয়া যাবেনা। দলের মধ্যে কেউ বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেবার হুঁশিয়ারী দেন তিনি।
আপনার মতামত লিখুন :