

লবণাক্ত হ্রদের পানি থেকে লিথিয়াম উত্তোলনে বড় সাফল্য অর্জন করেছে চীন। বৈদ্যুতিক যানবাহনের ব্যাটারির জন্য ‘সাদা সোনা’ খ্যাত গুরুত্বপূর্ণ এই ধাতু উৎপাদনে বিশ্বের প্রথম ২০ হাজার টন সক্ষমতার উৎপাদন লাইন চালু করা হয়েছে দেশটিতে।
উত্তর-পশ্চিম চীনের ছিংহাই প্রদেশে ছিংহাই সিআইটিআইসি কুয়োআন টেকনোলজি ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড নির্মিত কারখানাটি নির্ধারিত কার্যক্রমও শুরু করেছে।
নতুন প্রযুক্তিতে চীনের লবণাক্ত হ্রদের লিথিয়াম সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হবে বলে জানানো হয়েছে। একই সঙ্গে এটি শিল্পখাতকে আরও সবুজ, স্মার্ট ও বৃহৎ পরিসরের দিকে এগিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
নিজস্ব ও পেটেন্টপ্রাপ্ত এই প্রযুক্তির ফলে লবণাক্ত হ্রদের পানি থেকে লিথিয়াম পুনরুদ্ধারের হার ৫০ শতাংশের নিচ থেকে বেড়ে ৭৮ শতাংশের বেশি হয়েছে। পুরো উৎপাদন প্রক্রিয়ায় লিথিয়াম পুনরুদ্ধারের হারও ৯০ দশমিক ৪১ শতাংশে পৌঁছেছে। সূত্র: সিনহুয়া।
আপনার মতামত লিখুন :