

স্টাফ রিপোর্টারঃ যশোর জেলার শার্শার পুটখালীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১৯ জানুয়ারি ২০২৬ ইং সোমবার সকালে, যশোরের উক্ত শার্শা উপজেলার পুটখালী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র চেয়ারম্যান ও আপসহীন দেশনেত্রী, জাতীয় ঐক্যের প্রতীক, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলার অন্তর্গত পুটখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর–৮৫/১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। উক্ত দোয়া অনুষ্ঠানে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের নিকট বেগম খালেদা জিয়ার জান্নাত কামনা করা হয়।
এছাড়াও দোয়া মাহফিলে দেশ ও জাতির সার্বিক কল্যাণ, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। এসময় তিনি সাধারণ জনগণের মাঝে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ‘আই হ্যাভএ প্লান’ এর বার্তা, ফ্যামিলি কার্ড – কৃষক কার্ড -ইমাম মুয়াজ্জিন ভাতা ও ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য সুবিধা ব্যাবস্থার ওয়াদা পালন এর বক্তব্য বার্তা তুলে ধরেন।
আপনার মতামত লিখুন :