রাজু: যশোরের শার্শা উপজেলায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের অভিযোগে মো. ফারুক হোসেন (৩৪) নামে একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১,২০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার লক্ষনপুর ও নিজামপুর ইউনিয়নের কয়েকটি গ্রামে অভিযান চালিয়ে এই দণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শওকাত মেহেদী সেতু।
জানা গেছে, একটি মহল অধিক লাভের আশায় উপজেলার নিজামপুর ও লক্ষনপুর ইউনিয়নের কানাইনগর, হরিনাপোতা ও গোড়পাড়া এলাকায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করে আসছিল। বিষয়টি প্রশাসনের নজরে এলে দুপুরে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শওকাত মেহেদী সেতু জানান, বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনের আওতায় মোট তিনটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনে একটি এবং বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে দুটি মামলায় মোট ১,২০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে ফারুক হোসেনকে আটক করে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
তিনি আরও জানান, ফসলি জমি ধ্বংস করে বালু ও মাটি উত্তোলন পরিবেশের ভারসাম্য নষ্ট করছে এবং কৃষিকাজের ক্ষতি করছে। এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত অভিযান চালালে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড কমে আসবে এবং কৃষি জমির রক্ষা সম্ভব হবে।
আপনার মতামত লিখুন :