বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শায় দেশি প্রজাতির মাছ ও জলজ জীব বৈচিত্র রক্ষার্থে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিপুল সংখ্যাক ম্যাজিক/ চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয় ।
রবিবার(৭ সেপ্টেম্বর ) বেলা ১১ ঘটিকায় মৎস্য অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নিয়াজ মাখদুম। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ বালা।
উপজেলার বাগআঁছড়া ইউনিয়নের বিভিন্ন বিলে অভিযান চালিয়ে ১১০০ মিটার দৈর্ঘ্যের ৫৫ টি ম্যাজিক /চায়না দুয়ারী জাল জব্দ করে স্পটেই উড়িয়া ধ্বংস করে দেয়া হয় । যার বাজার মূল্য ২লক্ষ ৭৫ হাজার টাকা।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ বালা জানান, দেশি মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন ১৯৫০ এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা ১৯৮৫ ধারা অনুযায়ীএই অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে ৫৫ টি ম্যাজিক /চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। এলাকার জেলেদের মাছ ধরার জন্য এই জাল ব্যবহার না করতে মাইকিং সহ নানা রকম প্রচার চালানো হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নিয়াজ মাখদুম বলেন, দেশি প্রজাতির মাছ রক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস করার উদ্দেশ্যে এই অভিযান পরিচালিত হল। দেশি প্রজাতির মাছ রক্ষার্থে ভবিষ্যতে ও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পরে ভ্রাম্যমান আদালতটি বাগআঁছড়া বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে দুটি দোকানে জরিমানা করেন। একই দোকানে মানুষের খাদ্য, পশু ও মৎস্য খাদ্য বিক্রয় করার অপরাধে মেসার্স বাবুল ট্রেডার্স কে দুই হাজার(২০০০) টাকা এবং বিপু (৫০) নামের এক ভাংড়ি ব্যবসায়ীকে পরিবেশ দূষণের দায়ে পাঁচ হাজার (৫০০০) টাকা জরিমানা করেন।
আপনার মতামত লিখুন :