শার্শায় শীতার্তদের জামায়াতের শীতবস্ত্র বিতরণ


Shohel Rana প্রকাশের সময় : জানুয়ারি ১০, ২০২৫, ৮:২৯ অপরাহ্ণ /
শার্শায় শীতার্তদের জামায়াতের শীতবস্ত্র বিতরণ

সোহেল রানাঃ শীতে কাঁপছে যশোরসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ। অসহায় মানুষদের একটু উঞ্চতা দিতে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরই অংশ হিসেবে সংগঠনটির যশোরের শার্শা উপজেলার শাখার উদ্যোগে কম্বল ও চাঁদর বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারী) সকাল ১০ টায় নিজস্ব কার্যালয় শার্শার বাগআঁচড়া ও নাভারণে সাত শতাধিক মানুষের মাঝে এ কম্বল ও চাঁদর বিতরণ করা হয়।কম্বল ও চাঁদর বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাও. আজিজুর রহমান।

তিনি বলেন,জামায়াতে ইসলামী সব সময় মানবতার কল্যাণে কাজ করে। তারই ধারাবাহিকতায় অসহায় মানুষের মাঝে আজকের এই শীতবস্ত্র বিতরণ।আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি আগামীতে আমরা যাতে আরো বেশি দিতে পারি বেশি মানুষের পাশে দাঁড়াতে পারি আপনাদের কাছে সেই সহযোগিতা ও দোয়া কামনা করছি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলা জামায়াতের নায়েবে আমির মাও. হাবিবুর রহমান। এসময় শার্শা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাও. ফারুক হাসান, সেক্রেটারি জাহাঙ্গীর আলমসহ উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ।