নিজস্ব প্রতিবেদকঃ যশোরের শার্শায় বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার পাকশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে ডিহি ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ডিহি ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিয়ার সরদারের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও শার্শার সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি।
শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, সাংগঠনিক আশরাফুল আলম বাবু, সালাউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তফা কামাল মিন্টু, ডিহি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জব্বার প্রমুখ।
বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও শার্শা আসনের সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি বলেন, এই মুহূর্তে দলের সব কর্মীর দায়িত্ব হচ্ছে গ্রুপিং ও অভিমান ভুলে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হওয়া। ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে আমাদেরকে আন্দোলনের প্রস্তুতি নিতে হবে।” তিনি আরও বলেন, ইউনিয়ন পর্যায়ে সংগঠনের শক্তিশালী উপস্থিতি নিশ্চিত করতে কর্মীদের মাঠে থেকে কাজ করতে হবে। দলীয় ঐক্য ছাড়া কোন বিজয় সম্ভব নয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সহ-সভাপতি আহমদ আমী শাহিন,যুগ্ম সাধারণ সম্পাদক তাজ উদ্দিন,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, সদস্য সচিব ইমদাদুল হক ইমদা,সেচ্ছাসেবক দলির আহবায়ক রাকিবুল হাসান রিপন, সদস্য সচিব সেমিল হোসেন আশা, সিনিয়র যুগ্ন আহবায়ক এস,এম আঃ হক, ছাত্রদল আহবায়ক শরিফুল ইসলাম চয়ন, সদস্য সচিব সবুজ হোসেন খান, যুগ্ন আহবায়ক বিপ্লব হোসেন,ডিহি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি, মইনুদ্দিন মনু, খায়রুল ইসলাম,বিএনপি নেতা সাইদুজ্জামান বাবলু,মাস্টার রফিকুল ইসলাম,আব্দুল মান্নান, মফিজুর রহমান খান,বাবুল হোসেন, ইয়ামিন সর্দার, আব্দুল জব্বার, মহিউদ্দিন, আক্তারুজ্জামান, রুনু বিশ্বাস,কবির হোসেন সহ বিএনপির সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :