শার্শার যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মাগুরার  পুলিশ


Sarsa Barta প্রকাশের সময় : জুন ১৭, ২০২২, ৫:৫৩ পূর্বাহ্ণ /
শার্শার যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মাগুরার  পুলিশ

টিটু মিলনঃ যশোরের শার্শা শিকারপুর গ্রামের তরিকুল ইসলাম নামে এক যুবক বিদেশ থেকে ফেরার পথে মাগুরায় গাছের সাথে তার লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।তরিকুল ইসলাম শিকারপুর গ্রামের আলম হোসেন এর ছেলে।

সে সৌদি আরব থেকে বাংলাদেশে এসে ঢাকা থেকে বাসে করে বাড়ি ফিরছিলেন। নিহত তরিকুল ইসলাম এর মায়ের অভিযোগ শার্শা রামচন্দ্রপুর গ্রামের আব্দুল লতিফ পরিকল্পনা ভাবে তার ছেলে কে হত্যা করেছে।কারণ লতিফের মাধ্যমে সে সৌদি আরব গিয়েছিল।বিদেশে কাজ না পেয়ে দেশে ফিরে আসছিল।লতিফ বিদেশে লোক পাঠানোর কাজ করেন।

এলাবাসীর অভিযোগ লতিফ কে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে হত্যার মূল রহস্য বেরিয়ে আসবে।লতিফ শার্শা থানার রামচন্দ্রপুর গ্রামের দিদার বক্সের ছেলে। সে এলাকায় চিহ্নিত মানব পাচারকারী হিসাবে পরিচিত। তার খপ্পরে পরে অনেকে ভিটা বাড়ি বিক্রি করে বিদেশ গিয়ে কাজ না পেয়ে ২/৩ মাস পর দেশে ফিরে পরিবার পরিজন নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে।

নিহত তরিকুল ইসলামের মা বলেন ৩/৪ মাস আগে রামচন্দ্রপুর গ্রামের লতিফ সাড়ে চার লক্ষ টাকা নিয়ে তার ছেলেকে সৌদি আরবে পাঠান।সেখানে এমন একটা কাজ দেন যা ছেলের হাত পা ফুলে অসুস্থ হয়ে পড়ে।খারাপ কাজ দেওয়া দালাল কে বার বার অন্য কাজ দেওয়া জন্য অনুরোধ করা হয়।

কিন্তু অন্য কাজ না দেওয়ায় সে বাংলাদেশে ফিরে এসে সোমবার ঢাকায় নেমে বাসে করে শার্শার উদ্দেশে রওনা হয়।বাড়িতে না আসায় খোঁজ খবর নিয়ে পরে জানতে পারি আমার ছেলের ঝুলন্ত লাশ মাগুরা সদর থানার পুলিশ উদ্ধার করেছে।আমার ছেলেকে লতিফ পরিকল্পনা ভাবে হত্যা করেছে।আমি আমার ছেলে হত্যার বিচার চাই।
রামচন্দ্রপুর গ্রামের ইউপি সদস্য আলতাফ হোসেন বলেন লতিফের মাধ্যমে তরিকুল সৌদি আরব গিয়েছিল সেখান থেকে দেশে ফিরে বাড়ি আসার সময় মাগুরা সদর থানার পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।

Uncategorized বিভাগের আরো খবর

শার্শার ডিহিতে বিএনপির আলোচনা সভা ও দোয়া  নিজস্ব প্রতিবেদকঃ যশোরের শার্শার ডিহিতে বিএনপির আয়োজনে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার  ৮০তম জন্মবার্ষিকীতে কেক কেটে পালন, সুস্থতা কামনা ও ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে ডিহি ইউনিয়ন পরিষদের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।   এসময় উপস্থিত ছিলেন,শার্শা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এস এম আব্দুল হক, ডিহি ইউনিয়ন বিএনপির আহবায়ক বাহারুল ইসলাম, আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য সামছুর রহমান, আবুল কালাম আজাদ, আবু কালাম হোসেন, বিএনপি নেতা মইনুদ্দিন আহমেদ মনু, ডাঃ হযরত আলী, ছাত্রদলের সাবেক সভাপতি শহিদুজ্জামান বাবলু, যুবদল নেতা আব্দুল গফুর, সাজেদুর সর্দার, আমিরুল ইসলাম, তাইজুল ইসলাম খোকন, যুবদল নেতা আরিফ হোসেন, আব্দুল্লাহ আল মামুন,তানভীর আলম বাবু, ৯নং ওয়ার্ডের সাবেক সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক ইয়ামিন সর্দারসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।   পরে অনুষ্ঠান শেষে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কেক কেটে পালন, সুস্থতা কামনা এবং ছাত্র  আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

শার্শার ডিহিতে বিএনপির আলোচনা সভা ও দোয়া নিজস্ব প্রতিবেদকঃ যশোরের শার্শার ডিহিতে বিএনপির আয়োজনে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে কেক কেটে পালন, সুস্থতা কামনা ও ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে ডিহি ইউনিয়ন পরিষদের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন,শার্শা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এস এম আব্দুল হক, ডিহি ইউনিয়ন বিএনপির আহবায়ক বাহারুল ইসলাম, আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য সামছুর রহমান, আবুল কালাম আজাদ, আবু কালাম হোসেন, বিএনপি নেতা মইনুদ্দিন আহমেদ মনু, ডাঃ হযরত আলী, ছাত্রদলের সাবেক সভাপতি শহিদুজ্জামান বাবলু, যুবদল নেতা আব্দুল গফুর, সাজেদুর সর্দার, আমিরুল ইসলাম, তাইজুল ইসলাম খোকন, যুবদল নেতা আরিফ হোসেন, আব্দুল্লাহ আল মামুন,তানভীর আলম বাবু, ৯নং ওয়ার্ডের সাবেক সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক ইয়ামিন সর্দারসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। পরে অনুষ্ঠান শেষে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কেক কেটে পালন, সুস্থতা কামনা এবং ছাত্র আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

আরও খবর