শীত নিবারনে ঝিকরগাছায় তিন সম্প্রদায়ের মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ


Shohel Rana প্রকাশের সময় : ডিসেম্বর ১২, ২০২৫, ৭:১০ পূর্বাহ্ণ /
শীত নিবারনে ঝিকরগাছায় তিন সম্প্রদায়ের মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক “মানুষ মানুষের জন্য, জিবন জিবনের জন্য ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় ধর্ম বর্ণ নির্বিশেষে মুসলিম,হিন্দু, খ্রিস্টান অসহায়-দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে উপজেলার বাউশা গ্রামে বিশিষ্ট সমাজসেবক সাদা মনের মানুষ খ্যাত সায়েদ আলীর সার্বিক সহযোগিতায় এবং বর্ণিল সমাজকল্যান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মেহেদী হাসান দিপুর আয়োজনে এ কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সিমলা বিশ্বাসের সঞ্চালনায় এবং যশোর ফুল উৎপাদক ও বিপনণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক মীর ফারুখ আহম্মদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বন্ধু কল্যান ট্রাস্টের ৯৬ ব্যাচের সভাপতি ও বিষহরী দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক সিরাজুল ইসলাম।

এসময় অন্যন্যেদের মধ্যে উপস্থিত ছিলেন,শিক্ষাবিদ আতাউর রহমান, আকবর হোসেন, রিয়াদ হোসেনসহ আরও অনেকে।